
Admin
24 Sep 2025

🔴 নিখোঁজ শিশু মোহাম্মদ আব্দুল্লাহ
LostBhedarganj
পোস্ট অফিস : ডি.এম.খালি থানা : সখিপুর উপজেলা : ভেদরগঞ্জ জেলা : শরীয়তপুর
আসসালামু আলাইকুম, আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ ডি এম খালি মোহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় (ডি এম খালি, সখিপুর, শরীয়তপুর) হিফজখানায় পড়াশোনা করে। গতকাল ২১ সেপ্টেম্বর আসরের পর বাড়িতে আসার পর কিছুক্ষণ পর সে আবার মাদ্রাসায় চলে যায়। মা হুজুর (আমানুল্লাহ)-কে জানালেও, পরে হুজুর জানান যে রাতে আমার ভাই মাদ্রাসায় যায়নি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমার ভাই নিখোঁজ হয়ে যাওয়ায় আমার মায়ের অবস্থা পাগলপ্রায়। যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন।

Admin
18 Sep 2025
গাঢ় নীল স্কুল ব্যাগ (শরীয়তপুরগামী বাসে)
LostShariatpur Sadar
নাওডুবা, শরীয়তপুর (প্রায় রাত ৭টায় নামি)
আসসালামু আলাইকুম, আজ (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬.০০ টায় যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরগামী বাসে নাওডুবা উদ্দেশ্যে রওনা হই। মূল গন্তব্য ছিলো রাজবাড়ী জেলায় আমার বাড়ি। প্রায় ৭.০০ টার দিকে নাওডুবাতে নামি, কিন্তু ভুল করে আমার গাঢ় নীল (স্কুল) ব্যাগটি বাসে ফেলে এসেছি। ব্যাগে রয়েছে: আমার SSC, HSC ও BSc Engineering-এর মূল সার্টিফিকেট কিছু জামাকাপড় একটি ফাইলে আমার মোবাইল নম্বরও লেখা আছে ব্যাগটি ছিলো বাসের ডান পাশের সিটে, প্রথম দুই সিটের পরেই। বাসের নাম মনে নেই। সম্ভবত বাসটি এখনও শরীয়তপুর পৌঁছায়নি। 👉 কেউ ব্যাগটি পেয়ে থাকলে দয়া করে যোগাযোগ করুন। 📞 01864666193