ShariatpurCity
User

Admin

16 Sep 2025

Place image

জ্বীনের মসজিদ

Gosairhat

অবস্থান: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম

🕌 মসজিদের ইতিহাস ও নামকরণ জনশ্রুতি রয়েছে, মসজিদটি কোনো মানুষের নকশা ও শ্রমে নির্মিত হয়নি। এক রাতে অথৈ পানির ওপর মাটি ফেলে এটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হতে প্রায় ভোর রাত হয়ে যায়। পরে পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি মসজিদের কাছাকাছি মাছ ধরতে গেলে জ্বীনেরা নির্মাণ অসমাপ্ত রেখেই চলে যায়। তাই এখনো মসজিদটির কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। এই কারণে এলাকাবাসী মসজিদটিকে ‘জ্বীনের মসজিদ’ নামে অভিহিত করেন। Jagonews24 🏛️ স্থাপত্য বৈশিষ্ট্য মসজিদটি এক গম্বুজবিশিষ্ট এবং চতুর্ভূজ আকৃতির। ভিতরে তিনটি কাতারে (লাইন) মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন, প্রতি লাইনে কমপক্ষে দশজন দাঁড়াতে পারেন। মসজিদে এখনো নির্দিষ্ট কোনো ইমাম নেই, বা কেউ মসজিদের অভ্যন্তরে অবস্থান করেন না। একা একা কেউ নামাজও পড়তে আসেন না। বিশেষ করে জোহর ও এশার নামাজ পড়তে এখনো ভয় পান মুসল্লিরা। Protikhon

Install Our App

For the best experience, install our app on your device.