বিশেষ প্রতিবেদন • 20 Sep 2025
জাজিরায় যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় রনি শিকদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাজিরা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লকাই কাজী কান্দি এলাকায় স্থানীয়রা টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম রনি শিকদার (৩৫)। তিনি জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার কান্দির বাসিন্দা খালেক সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে লকাই কাজী কান্দি গ্রামের একটি ফাঁকা বাড়ির টিউবওয়েলের পাশে হঠাৎ করে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রথমে কয়েকজন গ্রামবাসী বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করলে মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়। পরে খবরটি দ্রুত থানায় পৌঁছায়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে তা ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এসডব্লিউ
উপজিলা:
Zajira
ফিরে বিশেষ প্রতিবেদন
মন্তব্য (0)
এখনও কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!